কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভােকেশনাল শাখাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের রাজস্ব খাতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেয়া হবে।
পদের নাম: টুলরুম এ্যাটেনডেন্ট
পদসংখ্যা: অটোমােটিভ ১টি, ফার্মমেশিনারী ৫টি, ইলেকট্রিক্যাল ৪টি, মেশিনিষ্ট ৫টি, ওয়েল্ডিং ৫টি, রেডিও অ্যান্ড টিভি ১টি, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ১টি, ড্রাফটিং সিভিল ২টি।
যােগ্যতা: স্বীকৃত বাের্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভােক) পরীক্ষায় উত্তীর্ণ। অথবা স্বীকৃত বাের্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভােক) বা দাখিল (ভােক) সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। অথবা স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (বিজ্ঞান) বা সমমানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানসহ কারিগরি শিক্ষা বাের্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেটধারী।
বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
আবেদনের নিয়ম: অনলাইনে dtev.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।