ফায়ার সার্ভিসের মৌখিক পরীক্ষা ২৯ জুলাই
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীনে ড্রাইভার নিয়ােগের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৯ জুলাই, সােমবার সকাল ৯টায় ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রােড, ঢাকা’ ঠিকানায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র,
- আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি যাচাইয়ের সুবিধার্থে সকল সনদ/ প্রমাণপত্রের মূলকপি (ড্রাইভিং লাইসেন্স, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌর মেয়র/ কাউন্সিলর/ ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ ও বৈবাহিক অবস্থার সনদ, মুক্তিযােদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযােদ্ধার সাময়িক সনদ, গেজেট, মুক্তিবার্তা, মুক্তিযােদ্ধা সংসদের সনদ, পৌর মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যায়নপত্র এবং বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র)
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদসহ সকল সনদ/প্রমাণপত্রের এক সেট ফটোকপি সাথে আনতে হবে।