ন্যাশনাল পলিমার গ্রুপে সেলস অফিসার নিয়োগ
ন্যাশনাল পলিমার গ্রুপের বিক্রয় বিভাগে সরাসরি সাক্ষাতকারের মাধ্যমে সেলস অফিস নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা
সেলস অফিসার পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক পাস হতে হবে। অধ্যয়নরতদের আবেদন প্রয়োজন নেই। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীকে সৎ ও উদ্যমী, নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। নূন্যতম ২ বছর চাকরি করতে হবে।
বেতন-ভাতা
প্রাথমিক অবস্থায় সর্বসাকুল্যে ১২,০০০ থেকে ১২,৫০০ টাকা বেতন, বিক্রয় কমিশন, বাত্সরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা ও কর্মদক্ষতার উপর ভিত্তি করে পদন্নোতি দেয়া হেব।
সাক্ষাতকারের সময়সূচি
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিয়ে সরাসরি সাক্ষাতকারে অংশ নিতে হবে। আগামী ২৫ ও ২৭ জুলাই সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ‘উদয় টাওয়ার (৩য় তলা) প্লট নং-৫৭-৫৭/এ, গুলশান এভিনিউ, সার্কেল-১, ঢাকা-১২১২’ ঠিকানায় সাক্ষাতকার নেয়া হবে।