ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ
কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম: প্রভাষক
বিষয় ও পদসংখ্যা: বাংলা ১টি, রসায়ন ১টি
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতনস্কেল: ২২,০০০ টাকা
পদের নাম: সহকারী শিক্ষক
বিষয় ও পদসংখ্যা: ধর্ম (ইসলাম) ১টি
যোগ্যতা: ফাজিল বা সমমানসহ বিএড ডিগ্রিধারী। অথবা কামিল বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতনস্কেল: ১৬,০০০ টাকা ও ১২,৫০০ টাকা
সুযোগ সুবিধা: সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিক্যাল ভাতা, যাতায়াত ভাতা, বছরে দুটি উৎসব বােনাস, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী পােশাক, পিএফ এবং উৎসাহ ভাতা (চাকরি স্থায়ী হওয়ার পর) এবং গ্র্যাচুইটি প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে www.ipsc.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৫ জুলাই পর্যন্ত।