ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে নিয়োগ
কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
পদের নাম: ফিন্যান্স ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সেকশন)
যোগ্যতা: এমবিএ বা এমকম (অ্যাকাউন্টিং/ফিন্যান্স/এআইএস) ডিগ্রিসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোয়ালিফাইড। কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর।
পদের নাম: অডিট অফিসার
যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে মাস্টার্স ডিগ্রিসহ ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম: ম্যাসেঞ্জার (রেজিস্ট্রার অফিস)
যোগ্যতা: এসএসসি পাস এবং ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। বয়স সর্বনিম্ন ২০ বছর।
আবেদনের নিয়ম: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া ফরম্যাট অনুযায়ী সিভি এবং প্রয়োজনীয় কাগজসহ আবেদনপত্রের হার্ডকপি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে। অথবা ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই পর্যন্ত।