বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে ৫৯ জন নিয়ােগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ৩৪ ধরনের পদে মোট ৫৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ
১। রেজিস্ট্রার : ১টি
২। পরিচালক (অর্থ ও হিসাব) : ১টি
৩। পরিচালক (ইন্সটিউিট ফর অনলাইন এন্ড ডিসট্যান্ট লার্নিং) : ১টি
৪। সিনিয়র সিস্টেম এনালিস্ট : ১টি
৫। উপ-পরিচালক (অর্থ ও হিসাব) : ১টি
৬। উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) : ১টি
৭। ডাটাবেজ এডমিনিস্ট্রেটর : ১টি
৮। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার : ১টি
৯। প্রােগ্রামার : ১টি
১০। ওয়েব মাস্টার : ১টি
১১। সহকারী রেজিস্ট্রার : ৩টি
১২। সহকারী কম্পিউটার প্রােগ্রামার : ২টি
১৩। সেকশন অফিসার : ৬টি
১৪। পাবলিক রিলেশন অফিসার : ১টি
১৫। হিসাবরক্ষণ কর্মকর্তা : ১টি
১৬। লার্নিং ডিজাইনার (গ্রাফিক্স এনিমেশন)/ (অডিওভিডিও এডিটিং) : ১টি
১৭। লার্নিং ডিজাইনার (অডিও) : ১টি
১৮। লার্নিং টেকনােলজিস্ট : ১টি
১৯। অনলাইন লার্নিং ম্যানেজার : ১টি
২০। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডিজাইনার : ১টি
২১। সাব-টেকনিক্যাল অফিসার : ২টি
২২। হিসাব রক্ষক : ১টি
২৩। ক্যাশিয়ার : ২টি
২৪। ডাটা এন্ট্রি অপারেটর : ২টি
২৫। সহকারী স্টোর কিপার : ১টি
২৬। অফিস সহকারী-কাম কম্পিউটার টাইপিস্ট : ৩টি
২৭। ফটোগ্রাফার : ১টি
২৮। ড্রাইভার : ৪টি
২৯। ইলেকট্রিশিয়ান : ১টি
৩০। মেশিন অপারেটর : ১টি
৩১। নিরাপত্তা প্রহরী : ৫টি
৩২। ডেসপাস ম্যান : ১টি
৩৩। অফিস সহায়ক : ৪টি
৩৪। ক্লিনার : ৩টি
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে jobs.bdu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই বিকাল ৪টা পর্যন্ত।