ডিপিডিসিতে নিয়োগ
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) সিকিউরিটি সুপারভাইজর পদে ১০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাপনায় সহায়তা, সিকিউরিটি গার্ডদের তদারকিসহ ডিপিডিসি’র সম্পদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা
সিকিউরিটি সুপারভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল বা সমতুল্য পর্যায়ের হতে হবে। ১৫ জুলাই ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ও প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি, ওজন বিএমআই চার্ট অনুসারে থাকতে হবে। প্রার্থীকে সৎ, নিবেদিত, উদ্যোগী, প্রতিকূল অবস্থায় চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী এবং কোম্পানির নির্ধারিত কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ডিপিডিসি ওয়েবসাইটের (www.dpdc.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।