আকিজ ফুড অ্যান্ড বেভারেজে চাকরি
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিক্রয় বিভাগে কিছুসংখ্যক দক্ষ ও পরিশ্রমী লোকবল নিয়ােগ করা হবে।
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (টি এস এম)
যােগ্যতা: নূন্যতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। ১ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ২৩ জুন ২০১৯ তারিখে বয়স হতে হবে ২৬ থেকে ৩৪ বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই মটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
পদের নাম: সেলস অফিসার (এসও)
যােগ্যতা: নূন্যতম উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস। স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ২৪ জুন ২০১৯ তারিখে বয়স হতে হবে ২২ থেকে ৩২ বছরের মধ্যে।
সরাসরি সাক্ষাতকার: উভয় পদের প্রার্থীদের সরাসরি সাক্ষাতকারের মধ্যেমে নিয়োগ দেয়া হবে। ২৩ জুন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত টেরিটরি সেলস ম্যানেজার পদের প্রার্থীদের এবং ২৪ জুন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সেলস অফিসার পদের সাক্ষাতকার নেয়া হবে। আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ বায়ােডাটা, দুই কপি রঙ্গিন পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র (সাথে ফটোকপি) ও ভােটার আইডি কার্ডের ফটোকপিসহ নির্ধারিত তারিখ ও সময়ে ‘আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, ১৩/১/ক, পান্থপথ, ঢাকা’ ঠিকানায় উপস্থিত হতে হবে।