প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক প্রার্থী পরীক্ষার ৫ দিন আগে থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
পরীক্ষা হলে ডাউনলোডকৃত প্রবেশপত্রের প্রিন্ট কপি অবশ্যই সাথে আনতে হবে। কোনো বই, নোট বা অন্যান্য কাগজপত্র, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রিক ডিভাইস সাথে রাখা যাবে না।
এবার চার ধাপে সারাদেশ পরীক্ষা নেয়া হবে। প্রথম ধাপের পরীক্ষা আগামী ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং ২৮ জুন চতুর্থ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কবে কোথায় পরীক্ষা তা দেখে নিন