নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রশিক্ষণ নিয়ে চাকরি করতে ইচ্ছুক নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। অর্থ মন্ত্রণালয়ের সেইপ প্রকল্পের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে প্রশিক্ষণ পরিচালনা করবে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ
চারটি কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সগুলো হলো- ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মিড-লেভেল সুপারভাইজার এবং সুইং মেশিন অপারেটর। সুইং মেশন অপারেটর কোর্সে অংশগ্রহণের জন্য অষ্টম শ্রেণি পাস হলেই চলবে। অন্য কোর্সগুলোতে অংশ নিতে চাইলে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রশিক্ষণ কোর্সের মেয়াদ চার মাস।

বিজ্ঞাপন

সুযোগ সুবিধা
প্রশিক্ষণ দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি হাজিরার ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা হারে ভাতা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের চাকরিপ্রাপ্তিতেও সহায়তা করা হবে।

আবেদনের নিয়ম
মে-আগষ্ট ২০১৯ সেশনে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে আবেদন ফরম সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। বিস্তারিত জানার জন্য ০১৭৪৬৩৯৮৩৮১ এবং ০১৬৮০১৫০৮১৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/17/1555500953593.jpg