১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা ১৯ এপ্রিল
১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আগামী ১৯ এপ্রিল দুই শিফটে স্কুল ও কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের ২৬ ও ২৭ জুলাই লিখিত পরীক্ষা নেয়া হবে। একনজরে পরীক্ষার সময়সূচী দেখে নিন-
প্রিলিমিনারি পরীক্ষা
স্কুল ও স্কুল পর্যায়-২ পর্যায় : ১৯ এপ্রিল (শুক্রবার), সকাল ১০টা থেকে ১১টা।
কলেজ পর্যায় : ১৯ এপ্রিল (শুক্রবার), বিকেল ৩টা থেকে ৪টা।
লিখিত পরীক্ষা
স্কুল ও স্কুল পর্যায়-২ পর্যায় : ২৬ জুলাই (শুক্রবার), সকাল ৯টা থেকে দুপুর ১২টা।
কলেজ পর্যায় : ২৭ জুলাই (শনিবার), সকাল ৯টা থেকে দুপুর ১২টা।
প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র এনটিআরসিএ ওয়েবসাইট থেকে ডাউনলোড করেত হবে। প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে প্রার্থীদের মোবাইলে টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র ও বিস্তারিত তথ্য প্রবেশপত্রে উল্লেখ থাকবে।