২৪৭ জন নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
রাজস্ব খাতভুক্ত দুই পদে ২৪৭ জন নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
পদ ও যোগ্যতা
ডাটা এন্ট্রি অপারেটর পদে ১৮১ জন এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ১৫ শব্দের গতি থাকতে হবে। ৪ এপ্রিল ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনস্কেল
ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক উভয় পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আবেদনের নিয়ম
যোগ্যতা সম্পন্ন এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে পানি উন্নয়ন বোর্ডের জব পোর্টালের rms.bwdb.gov.bd/orms মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আগামী ৪ এপ্রিল বিকাল ৫টার মধ্যে।