গুরুতর অসুস্থ সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

বুদ্ধদেব ভট্টাচার্য, ছবি: সংগৃহীত

বুদ্ধদেব ভট্টাচার্য, ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবাংলার সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট-জনিত সমস্যার কারণে বর্তমানে আইসিইসিই-তে ভর্তি রয়েছেন তিনি। তার অনিয়মিত রক্তচাপ দেখা দিয়েছে। ব্লাড প্রেশার কমে যাচ্ছে। তার চিকিৎসায় ৫ চিকিৎসকের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই অসুস্থ আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বাড়িতে বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় ছিলেন। তার অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালন জয়দীপ ধনকড় তাকে দেখতে যান। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতারাও। হাসপাতালে তার স্ত্রী, কন্যাও রয়েছেন।

বুদ্ধদেবের বয়স হয়েছে ৭৫ বছর। হাসপাতালের শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

বিজ্ঞাপন