খাগড়াগড় বিস্ফোরণ: চার বাংলাদেশিসহ ৬ জনের ১০ বছরের সাজা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডে দোষী সাব্যস্ত ১৯ জনের মধ্যে ৬ জনকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ৪ জন বাংলাদেশিও রয়েছেন। এছাড়া ১০ জনকে ৮ বছর ও ৩ জনকে ৬ বছরের জেল দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ আগস্ট) কলকাতার নগর ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত, ১৯ জনকে দোষী সাব্যস্ত করেন। তারা সবাই নিজেদের দোষ স্বীকার করে নেন।

বিচারক জানিয়েছেন, এর মধ্যে যারা ৫ বছর সাজা খেটেছে। তাদের বাকি বছরগুলো সাজা খাটলে হবে।

বিজ্ঞাপন

প্রায় পাঁচ বছর পর বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের সাজা ঘোষণা করে আদালত। এই ঘটনায় মোট ৩১ জন অভিযুক্তের মধ্যে ১৯ জন পিটিশন দাখিল করে নিজেদের অপরাধ স্বীকার করে নেন।

২০১৪ সালের ২ অক্টোবর, দূর্গাপূজার অষ্টমীর দিন বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। প্রকাশ্যে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-জঙ্গি নেটওয়ার্কের এই বিস্ফোরণের সঙ্গে জড়িত।