রাজনীতিবিদ সেলিব্রেটিরা কি পর্দায় ফিরবেন, প্রশ্ন সিনেপ্রেমীদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

রূপাঞ্জনা মিত্র, ছবি: সংগৃহীত

রূপাঞ্জনা মিত্র, ছবি: সংগৃহীত

সাংসদ মিমি চক্রবর্তী থেকে নুসরত জাহান, পার্নো মিত্র থেকে অঞ্জনা বসুর মত অভিনেত্রীরা হঠাৎ রাজনীতির মঞ্চে চলে যাওয়ায় সিনেপ্রেমী মানুষদের মনে এখন একটাই প্রশ্ন। পর্দায় কবে আবার দেখা যাবে? পাশাপাশি মন্ত্রী বাবুল সুপ্রিয়ো, সাংসদ দেব, শতাব্দী রায়, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মত সেলিব্রেটিরা যারা অনেক আগেই রাজনীতিতে পা রেখেছে তাঁদের কি অবস্থা?

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/27/1564208105677.jpg
নুসরত জাহান

 

বিজ্ঞাপন

সম্প্রতি জিতের প্রযোজনা সংস্থার থেকে একই ছবির প্রস্তাব যায় সাংসদ তথা অভিনেত্রী মিমি এবং নুসরতের কাছে। মিমির সমস্যা তারিখ। ফলে ছবির অফার ফিরিয়ে দিয়েছে। তবে নতুন ছবি অসুর -এর নায়ক জিৎ আর আবিরের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন নুসরত জাহান। মিমি পরিচালক পাভেলের ছবি অসুর ফেরালেও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে নায়ক আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে থাকার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন। তবে প্রযোজনা সংস্থার তরফে নিশ্চিত কিছু বলেনি। কেননা দুই ছবিতে আবির রয়েছেন। দুটি ছবির শুটিং একই সময়ে পড়বে কিনা, তা নিয়ে দ্বিধায় আছে সংস্থাটি। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/27/1564208150506.jpg
রূপা গঙ্গোপাধ্যায়

 

বিজ্ঞাপন

অপর তিন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়, রূপা গঙ্গোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় কী করছেন? পুরোপুরি রাজনীতিতে ব্যস্ততার কারণে তাঁরা বহুদিন বাংলা ছবি থেকে দূরে। অপরদিকে সাংসদ দেব নিজের প্রযোজনা সংস্থার থেকে নিয়ে আসছেন নতুন ছবি পাসওয়ার্ড। ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিতে দেবের সঙ্গে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। এছাড়া লীনা গঙ্গোপাধ্যায় আর শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় দেবকে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও পাওলির সঙ্গে সাঁঝবাতি ছবিতে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/27/1564208192610.jpg
পার্নো মিত্র

 

মন্ত্রী বাবুল সুপ্রিয় সদ্য শেষ করেছেন নতুন ছবি রাইফেল-এর শুটিং। রাজর্ষি দে’র পরিচালনায় ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়ের স্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়া সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নেতাজীর অন্তর্ধান নিয়ে ছবি গুমনামী-র জন্য গানও রেকর্ড করেছেন বাবুল সুপ্রিয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/27/1564208262240.jpg
বাবুল-সুপ্রিয়

 

এতো গেল মন্ত্রী-সাংসদরা। তবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রীদের নতুন ছবি কী? পার্নো মিত্র টলিপাড়ার বেশ পরিচিত মুখ। ঋত্বিক চক্রবর্তী আর রঞ্জিত মল্লিকের সঙ্গে পরিচালক হরনাথ চক্রবর্তীর নতুন ছবির কাজ শেষ করেছেন পার্নো। এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার তরফে একটি ওয়েব সিরিজের প্রস্তাব তাঁর কাছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/27/1564208335196.jpg
অঞ্জনা-বসু

 

রূপাঞ্জনা মিত্র ছোট পর্দার অতি পরিচিত মুখ। বাংলার বড় দুটো চ্যানেলে পরপর ৬টি মেগা ধারাবাহিকের অফার ফেরানোর পর তিনি পরিচালক দেবপ্রতিম দাশগুপ্তের বাংলা ছবির শুটিং শুরু করেছেন। রূপাঞ্জনার সাথে সদ্য রাজনীতিতে নাম লিখিয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু। যিনিও দুই পর্দায় অত্যন্ত সাবলীল। মেগা ধারাবাহিক 'বিজয়িনী'র পাশাপাশি আগামী মাসে মুক্তি পাবে 'আমার আর্তনাদ' ছবিটি। সব মিলিয়ে টলিউডের সবাই ব্যস্ত। একপ্রকার শুয়ে বসে দিন কাটছে সাবেক সাংসদ তথা অভিনেতা তাপস পালের। রাজনীতি এবং টলিউড আপাতত দুটো জায়গা থেকে বিরতি নিয়েছেন তিনি।