স্টার জলসায় আসছে কমেডি সিরিয়াল কলের বউ
স্টার জলসায় আসছে পুরোপুরি কমেডি ধাঁচের ধারাবাহিক নাটক কলের বউ। পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী নাটকটি পরিচালনা করছেন। ধারাবাহিকের নাম শুনেই বোঝা যাচ্ছে ধারাবাহিকটি আদ্যপ্রান্ত একটি কমেডি নাটক হতে চলেছে।
সম্পূর্ণ পারিবারিক কমেডি নিয়ে আগামী ২৭শে মে স্টার জলসায় আসছে কলের বউ।
একজন সাইন্টিস্ট আর তার দুই বউ। একজন অশিক্ষিত অপরজন রোবট। সাইন্টিস্ট দ্বীপ নারায়ণ হুবহু তার বউয়ের আদলে বানিয়ে ফেলেছে রোবট। আর এই রোবটই একান্নবর্তী পরিবারে সুপার বউ হয়ে উঠবে। এই নিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে।
ধারাবাহিকে সাইন্টিস্টের চরিত্রে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য। এই বিষয়ে রোহন জানান, দ্বীপ নারায়ণ একজন রোবোটিক ইঞ্জিনিয়ার, পরিবারের শিক্ষিত বলতে সে আর তার দিদি। কলের বউ একেবারে অন্য ধরনের একটি কমেডি সিরিয়াল, এরকম একটা চরিত্রে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম।
রোহনের দ্বৈত স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তৃনা সাহা। যিনি দীর্ঘদিন বড় পর্দায় কাজ করে ছোটপর্দায় কামব্যাক।
এই বিষয়ে তৃনা বলেন, 'চ্যালেঞ্জিং তো বটেই, একটাই নিজেকে সামলাতে পারছি না, দুদুটো নিজেকে সামালান ভাবাই যাচ্ছে না।'
এছাড়া কলের বউতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে, বিমল চক্রবর্তী, রত্না ঘোষাল, রূপসা চক্রবর্তী, শুভাশীষ মুখার্জিসহ আরও অনেকে।