কলকাতায় গরম আরও বাড়বে

  • কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী কয়েকদিন কলকাতায় তাপমাত্রা বাড়বে। মাস শেষে কলকতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস।

কলকাতায় বুধবার (২৪ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ে স্বাভাবিকের থেকে বেশি।

বিজ্ঞাপন

ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি আপাতত রাজ্যে নেই। যদিও গত মঙ্গলবারও (২৩ এপ্রিল) রাজ্যের দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়ো হওয়া বয়েছে। তবে বজ্রমেঘ তৈরি হয়নি। কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকা এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ কমে যাওয়ায় বজ্রমেঘ তৈরি হয়নি। পরিস্থিতি অনুকূল হলেই ফের বজ্রমেঘ তৈরি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

তবে বৈশাখ মাসে আবহাওয়ামণ্ডলের পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপটি শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন সাময়িক দাবদাহ থেকে স্বস্তি পেতে পারে কলকাতাবাসী।

বিজ্ঞাপন