মমতার বায়োপিকের ট্রেলার সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের

  • কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মমতার বায়োপিকের পোস্টার, ছবি: সংগৃহীত

মমতার বায়োপিকের পোস্টার, ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর বায়োপিক ‘পিএম মোদি’ দেখানো যাবে না সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। এবার সেই একই যুক্তি প্রযোজ্য হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বাঘিনী-র ট্রেলারের ক্ষেত্রেও।

বিজেপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সিনেমাটি মুক্তি না দিতে আবেদন জানিয়েছিল। কমিশন সেই অভিযোগে সাড়া দিয়েছে। কমিশনের নির্দেশ, 'বাঘিনী- বেঙ্গল টাইগ্রেস' সিনেমার ট্রেলার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে বলেছে।

বিজ্ঞাপন

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্তা এই মর্মে একটি রিপোর্টও পেশ করেছেন। আগামী ৩মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। পঞ্চম দফার ভোটের তিনদিন আগে সিনেমাটি মুক্তি পেত। গত ১৩এপ্রিল বাঘিনীর মুক্তি পেয়েছিল। মমতার ভূমিকায় অভিনয় করেছেন রুমা চক্রবর্তী।

এর আগে নরেন্দ্র মোদির বায়োপিক ১১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ১০ এপ্রিল নির্বাচন কমিশন মোদির বায়োপিকে স্থগিতাদেশ দেয়। নির্বাচনী আচরণবিধি ভাঙছে বলে মোদির বায়োপিকের মুক্তি আটকে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এর পাশাপাশি মোদির ওয়েব সিরিজ 'মোদি- জার্নি অফ আ কমন ম্যান' এর স্ট্রিমিংও আটকে দেওয়া হয়েছে। সেভাবেই মমতার বায়োপিকও আটকে দেওয়া হল।

তবে মোদির ভূমিকায় অভিনীত বিবেক ওবেরয়ের মত, জনপ্রিয় নয় মমতার ভূমিকায় অভিনীত রুমা চক্রবর্তী। এর আগে কোনো ছবি করেছে বলে জানাও যায়নি।