পশ্চিমবঙ্গে ফের হয়ে গেল মোদি-মমতার বাকযুদ্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিন্ন জনসভায় নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

ভিন্ন জনসভায় নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

চতুর্থ দফা নির্বাচনের আগে বুধবার (২৪ এপ্রিল) রাজ্যে ফের মোদি-মমতা দ্বৈরথ হয়ে গেল। সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে রাজ্যে একই দিনে দুইপ্রান্তে দুই প্রতিপক্ষ। বোলপুর, রানাঘাটে জনসভা করলেন নরেন্দ্র মোদি। অপরদিকে শ্রীরামপুর, কৃষ্ণনগর, বর্ধমানে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলায় দুই হেভিওয়েট রাজনীতিকের জনসভা ঘিরে এদিন ফের উত্তেজনার পারদ তুঙ্গে চড়ছে।

এবারের নির্বাচনে বিজেপির পাখির চোখ পশ্চিমবাংলা। তাই ঘনঘন পদার্পণ প্রধানমন্ত্রীর, কিন্তু বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ তৃণমূল সুপ্রিমো। ফের মমতার দখলে বাংলাকে রাখতে প্রচারে কোনো খামতিই রাখছে না তৃণমূল।

বিজ্ঞাপন

এদিন মোদি বলেন, 'নতুন ভারতের উত্থানে আপনাদের সকলের আশীর্বাদ নিতে এসেছি। প্রথম তিন দফার ভোটগ্রহণের পর যে রিপোর্ট আসছে, তাতে স্পষ্ট, দিদির সূর্য পশ্চিমবঙ্গে অস্ত যেতে চলেছে। বাংলার ভালবাসা ও আশীর্বাদ আমার জীবনের শক্তি হয়ে গিয়েছে। আপনাদের ধন্যবাদ। দিদি বুঝতে পেরে গিয়েছেন, যত সমস্যা তৈরি করবেন তত বেশি পদ্ম ফুটবে। সিংহাসন টলমল হচ্ছে দিদির। ওনার গুন্ডারা আশঙ্কিত হয়ে পড়েছেন। যে দলটির (বিজেপি) বীজ বুনেছিলেন বাংলার বীরসন্তান শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। ভারতের একত্রীকরণের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন তিনি। দিদির কাছে গুন্ডাতন্ত্র থাকলে আমাদের রয়েছে গণতন্ত্র। টিএমসি-র গুণ্ডাগিরি থেকে বাংলাকে মুক্ত করব। ২৩মে নির্বাচনের ফল ঘোষণা হবে। তখন ফের একবার মোদি সরকার হবে।'

তিনি বলেন, 'বাংলায় রাম নবমী করলে সমস্যা। সরস্বতী পূজো করলে সমস্যা। দুর্গাপূজো করলে সমস্যা। আজ আবু ধাবিতে হিন্দু মন্দিরের শিলান্যাস হয়ে গিয়েছে। আরব আমিরশাহির কাছ থেকে শিখে নিন দিদি। এটাই ভারতের বর্ধিত শক্তির পরিণাম। তোলাবাজি ছাড়া কোনো কাজ পশ্চিমবঙ্গে আজ সম্ভব নয়। অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়। বোমা তৈরির স্বাধীনতা দেওয়া হয় তাদের। মমতা আমার বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার বিদেশ সফরে লাভ হয়েছে দেশের। গোটা দুনিয়া এখন আমাদের পাশে।'

বিজ্ঞাপন

ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'রমজান মাসের আগে আরবে বন্দী ভারতীয়দের ফিরিয়েছি। হজযাত্রীদের সংখ্যা আরও ২ লক্ষ বাড়ানোর আবেদন করেছিলাম। সাড়া দিয়েছে সৌদি আরব। এয়ার স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন দিদি। যে সরকারের অংশীদার ছিলেন, সেই কংগ্রেস কিছুই করেনি। কিন্তু চৌকিদার জবাব দিয়েছে।'

মমতাকে উদ্দেশ্য করে বলেন, '৪০ আসন লড়াই করছে আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখছেন। একবারে ঘুঙরু বেঁধে তৈরি হয়ে গিয়েছেন। বাংলাদেশ থেকে লোক এনে মোদিকে হঠাতে চান! স্পিডব্রেকার দিদিকে সরাতে দরকার চৌকিদার। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, যতটা সম্ভব চেষ্টা করেছেন। এবার দিদি নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন। পদ্ম প্রতীকে বোতাম টিপুন। সোজা মোদির খাতায় চলে যাবে।'

অপরদিকে মমতা জানান, পশ্চিমবঙ্গে দুর্গাপূজো ও সরস্বতী পূজোয় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে চলেছেন নরেন্দ্র মোদী। এদিন কৃষ্ণনগরের সভা থেকে পাল্টা নিজের গোত্র উল্লেখ করে সম্প্রীতির পাঠ দিলেন তৃণমূল নেত্রী।

জনসভায় মমতা বলেন, 'মন্দিরে গিয়েছিলাম পুরোহিত আমাকে জিজ্ঞেস করলেন গোত্র কী? বললাম মা-মাটি-মানুষ। ত্রিপুরাতে ত্রিপুরেশ্বরী মন্দির ও পয়লা বৈশাখে কলকাতার কালীঘাটের মন্দিরের পূজোতেও মা-মাটি-মানুষ গোত্রই বলেছি। বলে রাখি, তৃণমূলের রাজনৈতিক স্লোগান মা-মাটি-মানুষ।'

কেন মা-মাটি-মানুষ গোত্র বলে পরিচয় দেন মমতা? নিজেই এদিন খোলসা করেছেন তৃণমূল নেত্রী। বলেন, 'একার ভাল চাই না। মা-মাটি-মানুষের ভাল চাই। সবাই ভাল থাকলে আমি ভাল থাকি। মোদি-অমিত শাহর নাম না করে মমতা ব্যঙ্গাত্মক মন্তব্য, জগাই-মাধাই এসে বলছে, দুর্গাপূজো করতে দেয় না। জানে না কিছুই। বলছে, সরস্বতী পূজো হয় না। কালীপূজো হয় না। মমতা দুর্গাপূজো করতে দেয় না। দুর্গা মায়ের হাতে অস্ত্র রয়েছে। ওটা দিয়েই দেব, জগাই-মাধাইকে।'