শ্রীলঙ্কায় হতাহতের ঘটনায় মমতার শোক
শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে, মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা আসছে।
শ্রীলঙ্কার এই দুঃসংবাদ পৌঁছতেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রোববার (২১ এপ্রিল) এক টুইট বার্তায় মমতা বলেন, 'শ্রীলঙ্কা থেকে পাওয়া দুঃসংবাদে রীতিমতো আমি মর্মাহত। কোনো ধরনের হিংসাই মানা যায় না। ইস্টার শান্তির উৎসব। আমার প্রার্থনা রয়েছে শোকাহত পরিবারগুলির সঙ্গে।'
উল্লেখ্য, ইস্টারের সকালে শ্রীলঙ্কার চার্চে প্রার্থনা চলাকালীন একটি বিস্ফোরণ ঘটে। পাশাপাশি তিনটি নামী পাঁচতারা হোটেলেও হয়েছে একাধিক বিস্ফোরণ।
ভারতের তরফে গোটা বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন তারা বিষয়টির উপর নজর রাখছেন। শ্রীলঙ্কায় ভারতের দূতাবাস বিষয়টি নিয়ে রীতিমতো তৎপর বলেও জানান ভারতের বিদেশমন্ত্রী।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই ভারতের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে শোকবার্তা আসতে শুরু করে। সকলেই এই ঘটনার নিন্দার পাশাপাশি আহত এবং নিহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।