বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমর পাল আর নেই

  • কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সঙ্গীতশিল্পী অমর পাল/ছবি: সংগৃহীত

সঙ্গীতশিল্পী অমর পাল/ছবি: সংগৃহীত

থেমে গেল সুর। শেষ হয়ে গেল আরও একটি অধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২০ এপ্রিল) বিকেলে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমর পাল।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৭ বছর বয়সী এই কিংবদন্তি শিল্পী।

বিজ্ঞাপন

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সঙ্গীত চর্চায় নিমগ্ন ছিলেন। জানা গেছে, শনিবার সকালেও শিক্ষার্থীদের তালিম দিয়েছেন অমর পাল। রেয়াজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বিকেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অমর পাল শুধু গায়ক ছিলেন না, তিনি ছিলেন প্রবাদপ্রতিম সুরকার। জন্ম হয়েছিল ১৯২২ সালের ২২ মে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়।

বিজ্ঞাপন

সত্যজিৎ রায়ের ছবিতেও কাজ করেছিলেন তিনি। হীরক রাজার দেশে ছবিটির ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ গানটি খুবই জনপ্রিয়। লোকগানের প্রতিও তিনি প্রবল আগ্রহী ছিলেন। চিরকালই লোকগীতি নিয়ে গবেষণা করে গেছেন তিনি।