মমতাকে ভুল বুঝেছিলাম: মোদি
আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) তৃতীয় দফায় পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। তার আগে শনিবার (২০ এপ্রিল) পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী জনসভায় রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশি দুই তারকার ভারতে গিয়ে তৃনমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর সমালোচনা করেন মোদি। জেলার নারায়ণপুরের বুনিয়াদপুরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আয়োজিত ওই সভায় তিনি বলেন, শুধু বিদেশির দোষ দিলে হবে না। আইন ভেঙেছে তৃণমূল।
নরেন্দ্র মোদি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল অর্থাৎ এনআরসি বিষয়ে রাজ্যে ভুল বোঝাচ্ছে তৃনমূল কংগ্রেস। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতি এক, আর তা নিয়ে ভোটের স্বার্থে ভুল ব্যখ্যা দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের বর্ধামান জেলার খাগড়াগড় বিস্ফোরণে বাংলাদেশের জামায়াতে ইসলামীর যোগসাজশ পেয়েছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ধৃত জামায়াত কর্মীরা বাংলাদেশে বড় নাশকতা ঘটাতে চেয়েছিল বলে সেসময় জানিয়েছিল সংস্থাটি। সেই তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দেওয়ার কথা উল্লেখ করে মোদি বলেন, জঙ্গিদের সাহায্য নিতেও আপত্তি নেই দিদির (মমতা)।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডের জনসভায় মোদি বলেছিলেন- বাংলায় দিদি, দিল্লীতে মোদী। দুই হাতেই যেন লাড্ডু। পশ্চিমবঙ্গে বিপুল উন্নতি হবে।
কিন্তু এবারের জনসভায় মোদি বলেন, পশ্চিমবঙ্গে কোনো উন্নতি হয়নি। আমিই মমতাকে ভুল বুঝেছিলাম। মমতাকে ইতিহাস মাফ করবে না।
উল্লেখ্য, শনিবারই জেলার পানিঘাটা ও বগুলা অঞ্চলে মমতারও জনসভা রয়েছে। সেখানে মোদির সমস্ত অভিযোগের জবাব দেবেন তৃণমূল সুপ্রিমো।