দার্জিলিংয়ে মমতা, কালিংপংয়ে অমিত শাহ
বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের দুটি জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট গ্রহণ চলছে। এবং সামনে এসেছে বিক্ষিপ্ত অশান্তির খবর।
অন্যদিকে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে দার্জিলিংয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে কালিংপংয়ে পা রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
দুই ভিভিআইপির আগমনে বাঙালির পছন্দের দুই হিল স্টেশনে, রাজনৈতিক পারদ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে একথা নিঃসন্দেহে বলা যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এবং শুক্রবার কার্শিয়াংয়ে জনসভা করবেন।
অপরদিকে অমিত শাহ বৃহস্পতিবার জোড়া সভা করবেন যথাক্রমে কালিংপং এবং রায়গঞ্জে। শুক্রবার (১২ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
জোড়া জনসভা নিয়ে চূড়ান্ত প্রস্তুত দুই দল। পাহাড়ি আবহাওয়ায় মাঝে মধ্যে বৃষ্টির ফলে সেখানকার তাপমাত্রা বর্তামানে কিছুটা কম। কয়েকদিন আগেও কাঞ্চনজঙ্ঘার চূড়ায় বরফ দেখা গেছে। কিন্তু পাহাড়ে এখন লেগেছে রাজনীতির উষ্ণতা। সেই উষ্ণতায় বরফ কতটা স্থায়ী থাকে তাই এখন দেখার বিষয়।