এবার গান গাইলেন পরান বন্দ্যোপাধ্যায়

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

পরান বন্দ্যোপাধ্যায়

পরান বন্দ্যোপাধ্যায়

ছবির নাম 'সার্কাসের ঘোড়া'। রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকারের যৌথ পরিচালনায় ছোটদের ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। আর এই ছবিতেই কণ্ঠ দিলেন বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে হয়ে গেল তারই রেকর্ডিং। অবশ্য এটি ঠিক গান নয়, বলা যেতে পারে ছড়া। আর তাতেই দাদুর চরিত্রে ঠোঁট মিলিয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়।

ছোটদের কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে ‘সার্কাসের ঘোড়া’। এর গল্প মূলত একটি শিশুকে নিয়ে। যেখানে দেখানো হবে দাদু-নাতির সম্পর্ক। পরান বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন দাদুর চরিত্রে। সেই দাদুর জীবনে নানা ওঠাপড়া, সুখ-দুঃখ থাকবে ছবিতে।

বিজ্ঞাপন

‘সার্কাসের ঘোড়া’তে প্রধান চরিত্রে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রানী হালদারসহ আরও একঝাঁক কলাকুশলী।