আচমকাই কলকাতায় কালবৈশাখী ঝড়
আচমকাই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতার নগর জীবন। শুক্রবার (২২ মার্চ) বিকালে কলকাতার আকাশ কালো হয়ে ঘনিয়ে আসে মেঘ। খানিক পরেই ৬৮ কিলোমিটার বেগে ধেয়ে আসে কালবৈশাখী। সঙ্গে বজ্র-বিদ্যুৎ, এরপর বৃষ্টি।
ঝড়ের প্রকোপে গাছ ভেঙে পড়ে, বিঘ্ন ঘটে শিয়ালদহে ট্রেন চলাচলে। বিভিন্ন স্টেশনে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার৷ ফলে পুরোপুরি বন্ধ রয়েছে শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখার ট্রেন চলাচল৷ চূড়ান্তভাবে নাকাল যাত্রীরা৷
এদিকে সড়কপথে বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন অনেকে৷ কারণ ঝড়ের দাপটে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ভেঙে পড়েছে গাছ৷ মেয়ো রোড, বিবাদী বাগ, পার্ক স্ট্রীট, শেক্সপিয়র সরণী, বিধাননগর, কাঁকুড়গাড়ি, বেলেঘাটায় গাছ উপড়ে যায়৷ ফলে যান চলাচল ব্যাহত হয়৷ বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির গতিও কম৷
উল্লেখ্য, এই মৌসুমে এটিই সর্বাধিক গতিবেগের ঝড় বলে জানা গেছে৷ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩৮টি কালবৈশাখী ঝড় হয়েছে বলে জানিয়েছে কলকাতা আবহাওয়া দফতর৷ শুক্রবারের ঝড়ে হতাহতের খবর জেলাগুলি থেকে আসছে। ইতোমধ্যে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।