সব ধর্মকেই সমান গুরুত্ব দেয় বাংলা: মমতা
বৃহস্পতিবার (২১ মার্চ) দোল উৎসবে সম্প্রীতির ওপর জোর দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা সবাইকে আপন করে নিতে জানে। কেউ যদি বারণ করে কারও সঙ্গে মিশতে-বসতে-খেতে, শুনবেন না। বাংলা সেই পথে চলে না।'
লোকসভা ভোটের আগে তিনি আরও বলেন, 'পশ্চিমবাংলায় সব ধর্মের সব অনুষ্ঠান হয়ে থাকে। শান্তিতেই হয়। কিন্তু এখন দিল্লি থেকে কিছু লোক এসে বাংলার বদনাম করছে।'
বিজেপির নাম করে এদিন কটাক্ষ করে মমতা বলেন 'ওদের থেকে আমাকে ধর্ম শিখতে হবে না।’ তবে নরেন্দ্র মোদি খোলা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, 'ক্ষমতা থাকলে মন্ত্রোচ্চারণে আমার সঙ্গে প্রতিযোগিতায় আসুন।'
রংয়ের উৎসবে নানা ধরণের প্ররোচনা যে আসবে, সে নিয়ে সতর্কও করে দেন তিনি। 'অনেকেই চাইবেন এটা। কিন্তু আপনারা রক্তের হোলি খেলবেন না, রংয়ের হোলি খেলুন।'
এদিকে কলকাতাবাসী দোল উৎসবের মধ্য দিয়ে আকাশে বাতাসে বসন্তের ছোঁয়া লেগেছে। সেই হাওয়াতেই গা ভাসিয়ে বসন্তের দোল উৎসবের দামামা বাজিয়ে দিল কলকাতা শহর। দোলের কারণে পরপর দুই দিন এবং শনি, রবি সহ চার দিনব্যাপী বসন্ত উৎসব আমেজে একসূত্রে মেতেছে কলকাতা শহর।