জি'র শেয়ার কিনতে যাচ্ছে সনি কর্প

  • কলকাতা ডেস্ক,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জি ও সনি

জি ও সনি

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস'র ২০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার ব্যাপারে আলোচনা চলছে সনি করপোরেশনের সঙ্গে। ইতোমধ্যেই দুই প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচার বিষয়ে কথাবার্তা অনেক দূর এগিয়েছে।

দুই প্রতিষ্ঠানের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, হঠাৎ করেই এসএল গ্রুপ বড় ধরনের আর্থিক সংকটে পড়ে। যার পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। এই টাকা পরিশোধ করতে এসএল গ্রুপের সংস্থা জেডইইএ তাদের হাতে থাকা ৫০ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে চান প্রমোটাররা।

বিজ্ঞাপন

এসএল গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র তার নিজের শেয়ার ৩০ শতাংশ প্রিমিয়ামে বিক্রি করতে চান। এছাড়া গ্রুপের ২০ শতাংশ শেয়ার সুভাষ চন্দ্র নিজ হাতে রাখতে চান।

আরও জানা গেছে, জি টিভির চ্যানেল সংখ্যা ৬৬ টি যা পৃথিবীর ১৭১ টি দেশে দেখানো হয়। তাই এই চুক্তি নিয়ে বেশ উৎসাহ দেখা মিলছে সনি করপোরেশনের মধ্যে। এখন মূল্য নির্ধারণের কাজ চলছে দুই প্রতিষ্ঠানের মধ্যে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সনি করপোরেশন মুখপাত্রের বক্তব্য, এই মুহূর্তে সংস্থার পক্ষ থেকে কোনো বক্তব্য নেই।

অন্যদিকে জি’র মুখপাত্র বলছে যে জেডইইএ'র অংশীদারিত্ব বিক্রির প্রক্রিয়া এগুচ্ছে। গোপনীয়তার সংক্রান্ত কারণে অতিরিক্ত তথ্য জানানো সম্ভব না।
এর আগে গত ২৫ জানুয়ারি এসএল'র কর্ণধার সুভাষচন্দ্র এক খোলা চিঠিতে ঘোষণা করেন প্রবল আর্থিক সংকটের মধ্যে পড়েছে এসএল গোষ্ঠী।