ফ্যামিলি ইমোশনাল ড্রামা, মুক্তি পেলো গুগলি-র ট্রেলার

  • স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মা বাবার শরীরের কোনো অঙ্গ বিকল হলে ভূমিষ্ঠ সন্তানের কি সেই অঙ্গ বিকল হয়? এমন এক প্রশ্ন নিয়ে পরিচালক অভিমন্যুর মুক্তি পেলো- গুগলির ট্রেলার। যেখানে মা বাবার অভিনয়ে আছে সোহম -শ্রাবন্তী। তাদের কথায় এরকম সিনেমা আগে কোনোদিন করেনি। অবশ্য গুগলিকে পুরোপুরি বাণিজ্যিক সিনেমা বলা যাবে না। এর আগে- পিয়ারে, বাগ বন্দির খেলা, অমানুষ, ফান্দে পড়িয়া বগা কান্দেরের মত বাণিজ্যিক সিনেমায় সোহম-শ্রাবন্তী জুটিকে দেখা গেছে।

গুগলি ছবিতে দেখানো হয়েছে শ্রাবন্তী তোতলা। এই লজ্জায় সে বিয়ে করবে না। কিন্তু কপালের লিখনে জুটে যায় তোতলা জামাই। বিয়েও হয়। কিন্তু স্বামীর ইচ্ছা থাকলেও স্ত্রীর ইচ্ছা নেই সন্তান নেওয়ার। ভয় একটাই যদি সেই সন্তানও তোতলা হয়। হাসিখুশির সাংসারিক জীবনে কোথায় যেনো একটা নিরপত্তার অভাব বোধ করে তারা। অবশেষে তাদের হয় এক ছেলে সন্তান। সেই সন্তান কি তোতলা হবে? বা ক্লাইমেক্সে আছে অন্য কিছু? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ছবিটির মুক্তির দিন অর্থাৎ ২৯ মার্চ অব্দি।

বিজ্ঞাপন

ছবিতে সোহম-শ্রাবন্তী ছাড়া অভিনয় করেছে শিশু শিল্পী সৌম্যদীপ্ত। সৌমদীপ্ত আগে দু-তিনটে ছোট পর্দায় মেগা ধারাবাহিকে কাজ করেছে। এটা প্রথম ছবি। ছবিটাকে ফ্যামিলি ইমোশনাল ড্রামা বলা যায়। ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক অভিমন্যু নিজেই। পরিচালক দেখাতে চেয়েছেন সমাজে কেউ তোতলা, বোবা, মোটা বা বেশি বেটে হলে অন্যের কাছে কোথাও যেনো তারা হাসির খোরাক হয়ে ওঠে -এটা ঠিক নয়। পরিচালক নিজেও এক্কেবারে নিশ্চিত যে গুগলি দর্শকদের মন কাড়বে। দক্ষিণ কলকাতার -এডিট এফএক্স স্টুডিওতে, পরিচালকের জন্মদিনের দিন গুগলির ট্রেলার মুক্তি পেলো। উপস্থিত ছিলেন- সোহম, শ্রাবন্তী, শিশু শিল্পী সৌম্যদীপ্ত, পরিচালক অভিমন্যুসহ ছবির কলাকুশলীরা।