১০ মিনিট দেরিতে বাড়ি ফেরায় তালাক

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাড়ি ফিরতে মাত্র ১০ মিনিট দেরি করায় স্ত্রীকে মোবাইলে তালাক দিয়েছেন স্বামী। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। তবে তালাকের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্ত্রী।

জানা যায়, অসুস্থ ঠাকুমাকে দেখতে ওই নারী তাঁর মা-বাবার বাড়ি গিয়েছিলেন। স্বামী তাঁকে আধ ঘণ্টার মধ্যে ফিরতে বলেছিলেন। স্বামীর দেওয়া আধঘণ্টা সময়ের মধ্যে ফিরতে পারেননি। তার ১০ মিনিট লেট হয়। এতেই রেগে গিয়ে স্বামী মোবাইলে তিন তালাক দিয়ে দেন।

বিজ্ঞাপন

স্বামীর এমন আচরণে হতভম্ব ও ভেঙে পড়ে ওই নারী। তার দাবি, চাহিদা মতো পণের টাকা না পাওয়ায়, শ্বশুরবাড়ির লোকজন এ কাজ করেছে। এমনকি পণের টাকার জন্য শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলে জানায় ওই নারী।

ওই নারী অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

বিজ্ঞাপন

ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে। অপরাধ হিসেবে গণ্য করে লোকসভায় বিলও পাস হয়েছে। তবে উত্তর প্রদেশের এ ঘটনা প্রমাণ করে লোকসভায় পাশ হওয়া এ আইন বাস্তবে তেমন প্রয়োগ নেই।