শাহরুখের জায়গায় ভিকি কৌশল
ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘স্যালুট’। প্রথমে ছবিটিতে অভিনয়ের কথা বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। কিন্তু ‘মহাভারত’ সিরিজের কাজ হাতে নেওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। সেই সঙ্গে ছবিটিতে বন্ধু শাহরুখ খানকে নেওয়ার জন্য নির্মাতাদের অনুরোধ করেন তিনি।
বন্ধু আমিরের কথা মতো ‘স্যালুট’-এ অভিনয়ের জন্য সম্মতিও দিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু এখন শোনা যাচ্ছে- ছবিটিতে নাকি দেখা যাবে কিং খানকে। কিন্তু কেনো?
জানা গেছে- ‘জিরো’ ছবির ব্যর্থতার কারণে তাকে ‘স্যালুট’-এ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তার পরিবর্তে এখন নেওয়া হবে বলিউডের আরেক অভিনেতা ভিকি কৌশলকে।
গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘উরি’। বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। এই সাফল্যের কারণেই নাকি তাকে ‘স্যালুটে’ নেওয়া হচ্ছে।