দূষিত জল ও মদের ব্যবসা

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্বাস্থ্যকর জল দিয়ে প্যাকেটজাত পানীয়। এসবের আড়ালে চলছে মদের ব্যবসাও। এমনই অপরাধের অভিযোগ পেয়েছে কলকাতা পুলিশ। যা তদন্তে নেমে পড়েছে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।  

পুলিশ সূত্রের জানা যায়,  ফুলবাগানের শিবকৃষ্ণ দাঁ লেনের  লিনে ওই প্যাকেজ পানীয় জল প্রস্তুতকারী সংস্থার একটি অফিস রয়েছে।  আর সেখানে দূষিত জল এর পাশাপাশি বিভিন্ন নামি ব্রান্ডের পানীয় তৈরি হচ্ছে। আর এসব উৎপাদিত পানি  কলকাতার বিভিন্ন জায়গায় সরবরাহও হচ্ছে।

বিজ্ঞাপন

এই জল যে উৎস থেকে বোতল বন্দি করা হচ্ছে তা অত্যন্ত অস্বাস্থ্যকর। এমনকি জল থেকে প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও পুলিশের অভিযোগ। জলের এই কারবারির আড়ালে চলা ভেজাল মদের কারণে সরকারি রাজস্ব হারাচ্ছে সরকার। এবার এসব অভিযোগ ক্ষতিয়ে দেখতে মাঠে নেমেছে কলকাতা পুলিশ।  তদন্তকারী সংস্থা এসব অপরাধে সঙ্গে জড়িতদের  খুঁজে বের করতে চালাচ্ছে তল্লাশি।