অসম প্রেমের দ্বন্দ্ব

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

মালাইকা অরোরা ও অর্জুন কপূর

মালাইকা অরোরা ও অর্জুন কপূর

বনি কপূরের ছেলে অর্জুন কপূর সঙ্গে তার থেকে বয়সে অনেকটাই বড় আরবাজের সাবেক স্ত্রী মালাইকা অরোরা প্রেমের খবর ছড়িয়ে পড়ছে বাতাসে। আর সেটি করছে ‘ঘরের শত্রু বিভীষণ’ তাদের ড্রাইভারই।

পরিবারের খুব সহজ মত এখানে নেই। যদিও শোনা যাচ্ছে অর্জুন-মালাইকা একসঙ্গে থাকার জন্য একটি ফ্ল্যাট নিচ্ছেন মুম্বাইতে। তবুও পরিবারিক অমতে এই সম্পর্ক কতোদূর এগোয় সেটাই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন