প্রেসিডেন্সি কলেজে নোবেল বিজয়ী ভেঙ্কট রামন

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী বায়োকেমিস্ট ভেঙ্কট রামন আসলে ভারতীয় বংশোদ্ভুত। তার জন্ম তামিলনাড়ুর চিদাম্বরমে। বর্তমানে ইংল্যান্ডের কেমব্রিজে তিনি স্থিতু।

এদিন প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বহু কথা তিনি বলেছেন যা চমকে দেওয়ার মতো।

বিজ্ঞাপন

তিনি বলছেন, জীবনে দৃষ্টান্তমূলক কিছু করতে গেলে নিষ্ঠার সঙ্গে সমান ভাবে রয়েছে ভাগ্য। সাফল্যের জন্য চারটে পিলার আছে যথা অর্থ,দক্ষতা, ধৈর্য্য, ভাগ্য...এই চারটে সমান না হলে সাফল্য আসে না।

তাই তিনি বলেছেন, শুধু দৃষ্টান্তমূলক কাজের কথা না ভেবে বহুদিকেই নিজের পথ খোলা রাখতে।

বিজ্ঞাপন