এই #মিটু সেই #মিটু নয়

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

#মিটু সত্যি একটা সাহসের সঞ্চার করেছে তা অস্বীকার করে লাভ নেই।

কঙ্গনা বললেন শুধু যৌনহেনস্থায় নয় সহ অভিনেতাদের ইগোর অত্যাচারেও তিনি কাহিল। তাকে সেটে ডেকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা, না জানিয়ে কলটাইম বদলে ফেলা এসবই খুব সুখকর অভিজ্ঞতা নয় তার কাছে।

বিজ্ঞাপন