আবার মারা হলো চিকিৎসককে

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দার্জিলিং সদর হাসপাতালে এক প্রসূতি ও তার সন্তানের মৃত্যুতে শুরু হয়েছে তোলপাড়।  এ ঘটনাকে কেন্দ্র হাসপাতালের কর্মরত চিকিৎসককে মারধর করার খবরও পাওয়া গেছে।

শনিবার (১৯ জানুয়ারি) দার্জিলিংয়ের এই হাসপাতালে দীপিকা রামুদামু থামি নামে এক প্রসূতির ও তার সন্তানের মৃত্যু হয়। মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা আইসিইউতে ব্যপাক ভাঙচুর চালায়। চিকিৎসক ইউগেন ভুটিয়াকে মারধরের পাশাপাশি হেনস্থা করা হয় হাসপাতালের কর্তব্যরত নার্স এবং অন্য কর্মকর্তাদেরও ।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় ঘটনায় যখন দার্জিলিংয়ে শহর যখন অশান্ত, তার মধ্যেই  আজ সোমবার (২১ জানুয়ারি) দার্জিলিং আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।