ভারত ২১ বাংলাদেশিকে ফেরত পাঠালো
ভারতের আসাম রাজ্য থেকে ২১ জন ‘বাংলাদেশি’ নাগরিককে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার ভোরে তাদের তাদের বাংলাদেশের সিলেটে বিভাগে কর্মকর্তাদের হাতে ফেরত পাঠানো হয়। জানা যায়, অবৈধভাবে প্রবেশ করায় ১৫ বাংলাদেশিকে আসামের করিমগঞ্জ জেলা থেকে ও বাকি ৬ জন কাছাড় থেকে আটক করে ভারতের সীমান্ত পুলিশ। পরে আদালতের মাধ্যমে কূটনৈতিকভাবে বাংলাদেশের কাছে ফেরত পাঠানো হলো। এর মধ্যে দুই জন নারী সদস্যও রয়েছে। এই নিয়ে দুই বছরে দেশটি থেকে ৫৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো।
উল্লেখ্য, আসামে ‘বাঙালি খেদাও’ আন্দোলনের কারণে সেখানে নাগরিকদের তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয় রাজনীতিতে তা নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমনকি তালিকায় নাম উঠেনি লাখ লাখ ভারতীয় বাঙালি অধিবাসীর। বিজেপি সরকার তাদেরকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতীয় নেতারা বিজেপির নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এদিকে বাংলাদেশ বরাবরই বলছে বাংলাদেশের কোনো মানুষ আসামে নেই।