ক্রিকেটের ধনী ধোনি

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যারিয়ারের শেষ বেলায় এসেও দুর্দান্ত মহেন্দ্র সিং ধোনি

ক্যারিয়ারের শেষ বেলায় এসেও দুর্দান্ত মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় ক্রিকেটকে সত্যি ধনী করলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট কোচ রবি শাস্ত্রী ধোনি সম্পর্কে বললেন, ধোনি যখন চলে যাবে সেই শূন্যতা পূরণ করা কঠিন হবে। ওর মধ্যে এমন গভীরতা আছে যা আর কারো মধ্যে দেখিনি। এরকম খেলোয়াড় ৩৫/৪০ বছরে একবার আসে।

তিনি সচীনকেও এক আধবার মাথা গরম করতে দেখেছেন, ধোনিকে কখনো দেখেননি। তাই মনে করেন শাস্ত্রীর চোখে তাই তাঁর শিষ্যের কোনো বিকল্প হয় না।

বিজ্ঞাপন

সিডনিতে ৯৬ বলে ৫১ রান করে তাঁকে নিয়ে যে সমালোচনা উঠেছিল।

শুক্রবার মেলবোর্নে তার সমাপ্তি হল বলা যায়। ধোনি-যাদবের অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের এই সিরিজের প্রতি ম্যাচেই রান পেয়েছেন ধোনি। শুক্রবার (১৮ জানুয়ারি) চাপের মধ্যে খেলেছেন অপরাজিত ১১৪ বলে  ৮৭ রানের ম্যাচ জেতানো ইনিংস।