সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ ৮১তম জন্মদিন। ৫৫ বছরের ক্যারিয়ারে তিনি চলচ্চিত্র অঙ্গনকে দিয়েছেন প্রায় তিন শতাধিক ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু সিনেমা অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি একসাথে নাট্যকার, কবি ও আবৃত্তি শিল্পীও। 

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তিনি ভারতের নদীয়া জেলা কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কলকাতায় বসবাস করেন।

বিজ্ঞাপন

ছাত্রজীবন থেকেই অভিনয় শুরু করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৫৮ সালে ‘অপুর সংসার’ দিয়ে তাঁর সিনেমা জগতে অভিনয় শুরু। সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে অভিনয় করে পেয়েছেন দর্শকের অনেক ভালোবাসা।

চারুলতা, বসন্ত বিলাপ, ঝিন্দের বন্দী, সোনার কেল্লাসহ অসংখ্য দর্শকপ্রিয় ছবির মূল চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।  

বিজ্ঞাপন