লক্ষ্মীবাঈ-এর হুঙ্কার
হ্যাঁ ঠিক ধরছেন তিনি পর্দার লক্ষ্মীবাঈ কঙ্গনা রানাওয়াত। তাঁকে কে আটকাবে? উল্টে তিনিই আটকে দেবেন করণি সেনাদের।
‘মণিকর্ণিকা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে কী পরিমাণ পরিশ্রম ও মনোযোগ দিয়ে ছবি আসতে চলেছে। তাই মুক্তির আগেই জোর গলায় জানালেন কঙ্গনা ঐতিহাসিকরা আমাদের ছবিকে প্রশংসাপত্র দিয়েছে। সেন্সর বোর্ড আমাদের ছাড়পত্র দিয়েছে অতএব এখন যদি করণি সেনারা কিছু ভন্ডুলের চেষ্টা করে আমি বেছে বেছে সদস্যদের শেষ করে দেবো। আমিও রাজপুত।
কঙ্গনার ‘মণিকর্ণিকা’ ছবি নিয়ে শুরু থেকে বিতর্কে জড়িয়ে পড়ে। বৃটিশদের সঙ্গে লক্ষ্মীবাঈ সম্পর্ক দেখানো নিয়ে এই বিতর্ক সৃষ্টি। করণি সেনাদের দাবি, লক্ষ্মীবাঈর সঙ্গে বৃটিশদের সম্পর্ক দেখানো হলে তারা ছেড়ে কথা বলবেন না। তবে বিতর্কের পর ছাড়পত্র পেয়েছে ‘মণিকর্ণিকা’। এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।