অনুরাগ বাসুর নতুন ছবি

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ফতিমা সানা শেখ ও অনুরাগ বাসু

ফতিমা সানা শেখ ও অনুরাগ বাসু

ইতিমধ্যেই পরিচিত তিনি। তিনি ‘দঙ্গল’খ্যাত নায়িকা ফতিমা সানা শেখ। নতুন সিনেমায় তিনি জোট বাঁধছেন রাজ কুমার রাও এর সঙ্গে। অনুরাগ বাসুর এই ছবি মানুষের নজর কাড়বে বলে আশা করা যায়। ভূপালে ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে।