মুম্বই এর ডান্সিং বার

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতায় যদিও এরকম ডান্সিং বার এখনো চলে। কিন্তু মুম্বইতে প্রায় বহু বছর পর সুপ্রিম কোর্টের রায় পেয়ে খুলছে মুম্বই ডান্স বার।

তবে আদালতের নির্দেশ নর্তকীদের দিকে নোট কয়েন ওড়ানো যাবে না।

বিজ্ঞাপন

রাতে ১১টা ৪০ মিনিটে এর মধ্যে বার বন্ধ করতে হবে এবং বারের ভিতর সিসিটিভি বসানো যাবে না।