বাংলার শিল্পে বিনিয়োগ ৭৫০ কোটি টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম  
  • |
  • Font increase
  • Font Decrease

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

চলতি অর্থবছরে ভারতের পশ্চিমবঙ্গে নয়টি শিল্পগোষ্ঠী ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এর মধ্যে শিল্পগোষ্ঠী ব্রিটানিয়া করতে যাচ্ছে ৩০০ কোটি টাকা আর বাকি ৮ টি শিল্প গোষ্ঠী ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই ৭৫০ কোটি টাকা ভারতের এই রাজ্যের চামড়াশিল্পে বিনিয়োগ করা হবে বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের সূত্রে জানা যায়, বিশাল এই বিনিয়োগের জন্য  শিল্প-বাণিজ্য দপ্তরের অধীনে নতুন শিল্প ইউনিট নির্মাণে ৭৫.৩৫ একর জমি দেওয়া হবে। সেই সঙ্গে নতুন বিনিয়োগের জন্য ৫০৬৮.১৮ বর্গফুট আয়তনের মডিউলও পাবেন বিনিয়োগকারীরা। সব চলতি বছরে রাজ্যে প্রায় সাড়ে ৭৫০ কোটি টাকা বিনিয়োগ হতে চলছে । রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের অধীনে কলকাতা-সহ রাজ্যের নানা জায়গায় যে শিল্প পার্কগুলি রয়েছে, সেখানেই জমি দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে  চামড়াশিল্পে পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগে আগ্রহী বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।