ক্রিকেটে বিরাট মন্ত্র

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রিকেটার বিরাট কোহলি

ক্রিকেটার বিরাট কোহলি

সদ্যই তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জিতেছে ভারত। তিনি বিরাট কোহলি। নিজে অবশ্য সেই জেতার ক্রেডিট দিচ্ছেন কোচ রবি শাস্ত্রীকে। বিরাট বলছেন, রবিজি তাঁকে অনেকসময় পথ বলে দিয়েছেন।

এছাড়া ভারতীয় ক্রিকেট মনোভাবকে উন্নত করতে বিরাট বলছেন, টেস্ট ক্রিকেটের ওপর ক্রিকেটারদের জোর বাড়াতে হবে। ছোট ছোট ওভারের ম্যাচকে বেশী গুরুত্ব না দিয়ে মূল ভাবনা টেস্ট ক্রিকেট নিয়ে থাকা উচিত। সকালে উঠে প্রতিদিন অনুশীলন করা উচিত।

বিজ্ঞাপন

রান না পেলেও সমান ধৈর্য্য নিয়ে খেলার পরামর্শ দিচ্ছেন ক্রিকেটের এ সুপারস্টার কোহলি।