পাকিস্তানে ছাড়পত্র পেলো ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায় অনুপম খের

‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায় অনুপম খের

বহু বাধার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান জয়ন্তীলাল গাদা পরিচালিত ভারতীয় ছবি "অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার" এর ছাড়পত্র দিলেন পাকিস্তানে।

১৮ জানুয়ারি পাকিস্তানে রিলিজ হবে ছবিটি।

বিজ্ঞাপন

তবে নন্দিতা দাশ পরিচালিত মান্টো ছবির ছাড়পত্র এখনো দেয়নি পাকিস্তান সরকার।

প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জীবনী নিয়ে তার  মিডিয়া উপদেষ্টা সাংবাদিক সঞ্জয় বারু ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বইটি লেখেন। এই বই নিয়ে সিনেমা তৈরি করেন বিজয় রত্নাকর গাট্টে। ছবিতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অনুপম খের৷

বিজ্ঞাপন