বাংলায় আটকে গেলো রথের চাকা

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

রথযাত্রা-ছবি: সংগৃহীত

রথযাত্রা-ছবি: সংগৃহীত

রথের চাকা আটকে গেলো। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, বাংলা বিজেপির রথ গড়াচ্ছে না।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, তিনি হাইকোর্টে বিচারপতি হলে এসব মামলা শুনতেন না। ফলে শীর্ষ আদালতে আসত না এ মামলা। কলকাতার হাইকোর্টেই হয়ে যেত ফয়সালা।

বিজ্ঞাপন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ রথ যাত্রার অনুমতি দেননি সুপ্রিম কোর্ট বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কোনো বাড়তি আগ্রহ না দেখিয়ে বলেছেন, আদালতের সিদ্ধান্তকে তিনি সম্মতি দেন।

বিজ্ঞাপন