আজ পৌষের শেষ দিন, মকরসংক্রান্তি

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

কুম্ভমেলা, ছবি: সংগৃহীত

কুম্ভমেলা, ছবি: সংগৃহীত

আজ পৌষ মাসের শেষ দিন, যাকে বলে মকরসংক্রান্তি। আজ পিঠে পুলি ,ঘুড়ি ওড়ানোর দিন। বীরভূমের কেন্দুলিতে এই নিয়ে হচ্ছে জয়দেবের মেলা। সেখানে বাউল গান হল মূল আকর্ষণ। পুরান ঢাকায় এর নাম সাকরাইন।

আজকের দিনে এবং এই পুণ্যতিথি ভরে ওঠে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের নিয়ে। কুম্ভমেলায় অপার পুণ্য প্রাপ্তির ইচ্ছায় তারা একত্রিত হন।

বিজ্ঞাপন

এবার কুম্ভমেলায় প্রথম কিন্নর আখড়া বসেছে যা যুগান্তকারী ঘটনা। কুম্ভমেলা নিয়ে অপূর্ব এক বই লিখেছেন কবি জয় গোস্বামী "তীর্থ" নামে; বইটি পড়লে কুম্ভের এক সম্যক ধারণা পাওয়া যায়।

আজকের এই দিন উৎসবের আমেজ ঘরে ঘরে অব্যাহত থাক।

বিজ্ঞাপন