আরব বিশ্বের দীর্ঘ রোজা আলজেরিয়ায়

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীর্ঘ সময়ে রোজা রাখা এক সন্তানকে মা সান্ত্বনা দিচ্ছেন, ছবি: সংগৃহীত

দীর্ঘ সময়ে রোজা রাখা এক সন্তানকে মা সান্ত্বনা দিচ্ছেন, ছবি: সংগৃহীত

আফ্রিকার মুসলিম দেশগুলোর মধ্যে আলজেরিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশটির প্রায় সবাই মুসলমান ও আরবি ভাষায় কথা বলে।

২০১৪ সালের বিশ্বকাপে আলজেরিয়ার খেলোয়াড়রা শক্ত প্রতিপক্ষ জার্মানির বিপক্ষে রোজা রেখে ম্যাচ খেলে আলোচিত হয়। সেই আলেজেরিয়ায় কয়েকদিন আগে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদের উদ্বোধন করা হয়েছে। মসজিদটির নাম হবে আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ। মসজিদটি দেশটির সমূদ্র উপকূলে অবস্থিত।

বিজ্ঞাপন

সাহারা মরুভূমির দেশ আলজেরিয়া। মোট আয়তন ২৩, ৮১, ৭৪১ বর্গকিলোমিটার (৯,১৯,৫৯৫ বর্গমাইল)। মোট জনসংখ্যা চার কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৪৮৮। এর মধ্যে ৯৭.২৫ শতাংশ মুসলিম আর ২.৭৫ শতাংশ ইহুদি ও খ্রিস্টান।

উমাইয়া খেলাফত আমলে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগে বিখ্যাত মুসলিম সেনাপতি ওকবা বিন নাফির নেতৃত্বে এ অঞ্চল প্রথম মুসলিমদের হাতে আসে। এ সময় আরব মুসলিমরা উত্তর আফ্রিকা জয় করে এ অঞ্চলে ইসলাম ও আরবি ভাষার প্রচলন করে। ১৯৯০ সালে আরবিকে সরকারিভাবে আলজেরিয়ার জাতীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়।

সেই আলজেরিয়ার মুসলমানদের এবার আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে। চলতি রমজানে আলজেরিয়ায় রোজাদারদের গড়পড়তায় ১৬ ঘন্টা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হচ্ছে।
আলজেরিয়ায় শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাষ্ট্রনোমি সেন্টার এ তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাষ্ট্রনোমি সেন্টারের তথ্যানুয়ায়ী, প্রথম রোজার দিন আলজেরিয়াবাসীদের ১৫ ঘন্টা ৩০ মিনিট রোজা রাখতে হয়েছে। পবিত্র এই মাসের শেষদিনে এটা পৌঁছবে ১৬ ঘন্টায়।

এদিকে বাহরাইনের মুসলিমদের রমজানের প্রথম দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট সময় রোজা রাখতে হয়েছে। রমজানের শেষদিন তা হবে ১৫ ঘন্টা ১৫ মিনিটে।

দীর্ঘ সময়ের রোজার তালিকায় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান তৃতীয়। দেশটিতে রমজানের প্রথম দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট রোজা শুরু করে রমজানের শেষদিনের রোজা হবে ১৫ ঘন্টা ১২ মিনিট।

মিসরে রমজানের প্রথম দিন ১৫ ঘন্টা ৩ মিনিট রোজা রাখতে হয়েছে। দেশটিতে শেষদিনের রোজা হবে ১৫ ঘন্টা ৪৩ মিনিট। ফিলিস্তিনে (১৫ ঘন্টা ৪ মিনিট/১৫ ঘন্টা ৪৬ মিনিট); ইরাকে (১৫ ঘন্টা ১৫ মিনিট/১৬ ঘন্টা ১ মিনিট); সিরিয়ায় (১৫ ঘন্টা ১৭ মিনিট/১৬ ঘন্টা ২ মিনিট); লেবাননে (১৫ ঘন্টা ১৫মিনিট/১৬ ঘন্টা ২ মিনিট); জর্ডানে ( ১৫ ঘন্টা ১২ মিনিট/১৫ ঘন্টা ৫৪ মিনিট)।