মিয়ানমারের নিজস্ব উপগ্রহটি কক্ষপথে ঘুরছে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারের একান্ত নিজস্ব উপগ্রহটি সফলভাবে কক্ষপথে ঘুরছে। উপগ্রহটির নাম মিয়ানমার স্যাট-২।

বুধবার (৭ আগস্ট) দক্ষিণ আমেরিকার ফরাসী অঞ্চল ফরাসী গায়ানায় আরিয়ানস্পেস স্যাটেলাইট উৎক্ষেপণ সংস্থার একটি লঞ্চ বেস থেকে নিজস্ব এ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উপগ্রহটি সারাদেশে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা সরবরাহ করবে বলে আশা প্রকাশ করেছে মিয়ানমার।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক ম্যাক্সার টেকনোলজিস এই উপগ্রহটি তৈরি করেছিল, যা এটি গত মাসে লঞ্চ সাইটে পাঠিয়ে দেয়।

স্যাটেলাইট সিস্টেম স্থাপনে উপরাষ্ট্রপতি ইউ মিন্ট সুই এর নেতৃত্বে একটি কমিটি ২০১৭ সাল থেকে উপগ্রহের প্রয়োগ সম্পর্কে কাজ করছে। গত বছর তথ্য প্রযুক্তি ও সাইবার সুরক্ষা বিভাগ স্যাটেলাইটটি চালু করার জন্য ইন্টেলস্যাট গ্লোবাল বিক্রয় ও বিপণন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।

মিয়ানমার সরকার জানিয়েছে, প্রকল্পটির মোট ব্যয় হয়েছে ১৫৫.৭ মিলিয়ন ডলার।
বর্তমানে মিয়ানমার সরকারের মন্ত্রীদের জন্য যুক্তরাষ্ট্র , চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া থেকে লিজ নেওয়া স্যাটেলাইট চ্যানেল ব্যবহার করা প্রয়োজন পড়েছে, যার বার্ষিক ব্যয় ১ কোটি ডলারেরও বেশি।