লিবিয়াতে অভিবাসী কেন্দ্রে বিমান হামলায় নিহত ৪০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিমান হামলায় হতাহতদের উদ্ধার কার্য চলছে, ছবি: সংগৃহীত

বিমান হামলায় হতাহতদের উদ্ধার কার্য চলছে, ছবি: সংগৃহীত

লিবিয়াতে অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৮০ জন আহত হয়েছে বলে বিবিসি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই আফ্রিকান অভিবাসী।

বিজ্ঞাপন

দেশটির জরুরি সেবার এক মুখপাত্র জানান, ১২০ জন অভিবাসী সেখানে ছিলেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে অভিবাসীদের কেন্দ্রে পরিণত হয়েছে লিবিয়া। কারণ বিভিন্ন দেশের অভিবাসীরা সাগরপথে ইউরোপ পৌঁছাতে লিবিয়ার এই রুটটি বেছে নিয়েছে। ২০১১ সালে মুয়াম্মার আল গাদ্দাফির মৃত্যুর পর দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে।