দেহরক্ষীর হাতেই খুন ইথিওপিয়ার সেনাপ্রধান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইথিওপিয়ার সেনাপ্রধান শের মেকোনন (ডানে) ও তার দেহরক্ষী (বামে)

ইথিওপিয়ার সেনাপ্রধান শের মেকোনন (ডানে) ও তার দেহরক্ষী (বামে)

ইথিওপিয়ার সেনাপ্রধান শের মেকোনন নিজের ব্যক্তিগত দেহরক্ষীর হাতেই খুন হয়েছেন।  

সোমবার (২৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের দফতর থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সূত্র জানায়, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে শের মেকোননকে হত্যা করা হয়। শের মেকোনন আমহারা প্রদেশে একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন। চেষ্টায় ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাঝে মেকোননের দেহরক্ষী তাকে হত্যা করেন।  

সেনাপ্রধান খুন হওযার পর পরবর্তী সহিংসতায় আমহারা প্রদেশের গভর্নর ও তার উপদেষ্টা নিহত হয়েছেন। 

গত রোববার (২৩ জুন) সকালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ স্থানীয় গণমাধ্যমে শের মেকোনন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ইথিওপিয়ার সেনাপ্রধানকে গুলি করে হত্যা